১৯৭৮ সাল থেকে আজ পর্যন্ত একদল ডিজাইনার বাংলা ফন্ট তৈরি করার গুরুদায়িত্বকে নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা বাংলা ফন্ট গুলো খুব সহজেই হাতের নাগালে পেয়েছি। বাংলা ফন্ট নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে লিপিঘর (Lipighor) সেগুলোর মধ্যে অন্যতম।
২০১৮ সালে নিলাদ্রী শেখর বালা, তৌফিকুর রহমান, নুরুল আলম আদর, সাঈদ আলমগীর, শরিফ উদ্দিন শিশির সহ বেশ কয়েকজন বাংলা টাইপফেস ডিজাইনারের মাধ্যমে লিপিঘর প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
অবশ্য শরিফ উদ্দিন শিশির পরবর্তীতে ফন্টবিডি নামে পৃথক ফন্ট ফাউন্ড্রি প্রতিষ্ঠা করেন।
প্রাথমিক অবস্থায় লিপিঘর থেকে বেশ কয়েকটি ফ্রি ফন্ট প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে নিলাদ্রী মৈত্রী, শরীফ শিশির, উপহার ৫৬ ফন্টগুলো অন্যতম। পরবর্তীতে ফ্রি ফন্টের পাশাপাশি বেশ কয়েকটি প্রিমিয়াম ফন্ট lipighor থেকে প্রকাশিত হয়।
২৮ এপ্রিল ২০১৯ সালে সর্ব প্রথম লিপিঘর থেকে শরীফ বৈশাখী প্রিমিয়াম ফন্ট প্রকাশিত হয়। ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শরীফ স্বপ্না, শরীফ চারুতা, খালিদ মিয়ারহাট, খালিদ কালকিনি, রাসেল প্রভাতী ও আজাদ ফেনী প্রিমিয়াম ফন্টগুলো। এ পর্যন্ত লিপিঘর থেকে ১৬৯ টি বাংলা ফন্ট প্রকাশিত হয়েছে।
Lipighor এর অন্যান্য কার্যক্রম:
পুরাতন বাংলা ফন্টগুলোকে একত্রিত করতে লিপিঘর এর রয়েছে `অক্ষর৫২’ নামে পৃথক বাংলা ফাউন্ড্রি। সেখানে রয়েছে পুরানো দুর্লভ বাংলা ফন্টের সমাহার। শুধু তাই নয়! ফ্রিতে ক্যালিগ্রাফি, ফন্ট বিতরণের জন্য রয়েছে চিত্রলিপি নামে পৃথক ওয়েব সাইট।
ছবি বা যেকোনো লেখা থেকে বাংলা ফন্ট সনাক্ত করতে `ফন্টবীক্ষণ’ নামে app রয়েছে। পিসি ব্যবহারকারীদের জন্য রয়েছে লিপিঘর এর নিজস্ব কিবোর্ড।
লিপিঘর সর্বপ্রথম তাদের ফন্টগুলোতে `মাত্রালতা’ ফিচারটি নিয়ে আসে।