About Us

পত্রবিডি (potrobd.com) তে আপনাকে স্বাগতম। পত্রবিডি ওয়েবসাইটটি ২০২৩ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত সুস্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এটি একটি ভিন্নধর্মী ওয়েবসাইট, যেখানে পাঠকবৃন্দ কুরআন, হাদিস, সুন্নত, ইবাদত, হজ্জ, দৈনন্দিন আমল, নবীজির জীবনী, ইসলামিক ইতিহাস, মনীষীদের জীবনী, বাংলা ও আরবী ব্যাকরণ, বাংলা ফন্ট, সমকালীন বিভিন্ন বিষয় সহ প্রযুক্তি বিষয়ক উপকারী বিভিন্ন প্রবন্ধ পড়তে পারেন।
এতে রয়েছে বিসৃত তথ্য ভাণ্ডার, যা পাঠে পাঠকগণ স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পত্রবিডির লক্ষ্য:

পত্রবিডি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। নিম্নে গুরুত্বপূর্ণ পত্রবিডির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হল:

১. ওয়েবসাইটের রয়েছে নিজস্ব প্রকাশনা বিভাগ। যা থেকে এ পর্যন্ত বাংলা ব্যাকরণ, আরবী ব্যাকরণ, মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনীসহ বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হয়েছে।
২. পত্রবিডির প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত বইগুলো অনলাইনে বিনামূল্যে PDF ভার্সন বিতরণ করা হয়।
৩. নবীজি সা.-এর পূর্ণাঙ্গ জীবনী ধারাবাহিকভাবে প্রকাশিত করা।
৪. বিভিন্ন মনীষীদের জীবনী আলোচনা-পর্যালোচনা করা।
৫. বাংলা ফন্ট বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা। যা বাংলা ফন্ট ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে সক্ষম।
আমরা আশা করছি, অচিরেই পত্রবিডি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সক্ষম হবে।