হযরত আবদুল্লাহ আল-আসগর রা. ছিলেন রাসুল সা.-এর সাহাবী। মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যান এবং আবিসিনিয়ায় তার মৃত্যু হয়।
নাম ও বংশ নাম:
আবদুল্লাহ । পিতার নাম শিহাব। তার বংশধারা হলো, আবদুল্লাহ ইবনে শিহাব ইবনে আবদুল্লাহ ইবনে হারেস ইবনে জুহুরা ইবনে কিলাব। তিনি প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর ভাই এবং ইমাম শাবির রহ.-এর নানা ।
হিজরত ইসলামের শুরু লগ্নেই তিনি মুসলমান হয়েছেন। হিজরতের অনুমতি লাভের পর আবিসিনিয়ায় হিজরত করেছেন।
মৃত্যু:
তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল; তাই মদিনায় আসার সুযোগ হয়নি। আবিসিনিয়ার সেই বিজন ভূমিতেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়েছে।