হজ্জ ও উমরা আদায়ের জন্য মিকাতের অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধার পর তিন বার তালবিয়া পাঠ করতে সুন্নত। তালবিয়াকে অনেকেই ‘হজের দোয়া’ ও বলে থাকেন। হানাফী মাজহাব মতে, ইহরাম বাঁধার পর একবার তালবিয়া পাঠ করা ফরজ আর তিন বার তালবিয়া পাঠ করা সুন্নত। যখনই তালবিয়া পড়া হবে এক সাথে তিন বার পড়া মুস্তাহাব।
হজের দোয়া: তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা)
বাংলায় উচ্চারণ ও অর্থসহ তালবিয়া
১. لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ،
২. لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ،
৩. إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ،
৪. لاَ شَرِيكَ لَكَ
তালবিয়ার বাংলা উচ্চারণ:
১. লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
২. লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক,
৩. ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা, লাকা ওয়াল মুলক,
৪. লা শারিকা লাক।
তালবিয়ার অর্থ:
১. হে আল্লাহ! আমি হাজির, আমি উপস্থিত।
২. আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো শরীক নেই।
৩. নিশ্চই সকল প্রশংসা ও নিয়ামতরাজি আপনার। একচ্ছত্র আধিপত্য আপনার।
৪. আপনার কোনো শরীক নেই।
তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা) পড়ার নিয়ম:
ইহরামরত ব্যক্তি বেশী বেশী তালবিয়া পাঠ করবে। মাঝে মধ্যে অন্যান্য জিকির যেমন: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবর’, ‘সুবহানাল্লাহ’ ইত্যাদি করবে।
কখন তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা) পাঠ বন্ধ করবে:
উমরা আদায়কারীর তালিয়া শুরু ইহরামের নিয়তের সময় থেকে এবং বাইতুল্লাহর তাওয়াফ শুরু হওয়ার সাথে সাথে তালবিয়া বন্ধ করবে।
আর হজ্জ আদায়কারী প্রথম দিন জামারায় কঙ্কর নিক্ষেপ করার পূর্ব মুহূর্তে তালবিয়া বন্ধ করবে।