হাদিসের কিতাবাদীতে লেখকের নাম দেওয়া থাকে না। সংকলকের নাম দেওয়া থাকে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে, হাদিসের কিতাবগুলো সংকলিত নাকি লিখিত?
যেহেতু হাদিসের কিতাবগুলো যিনি লিপিবদ্ধ করেন। তিনি নিজে পক্ষ থেকে কোন কিছু লিপিবদ্ধ বরেন না। বরং আল্লাহর রাসুল (সা.)-এর হাদিসগুলো নিজের সংকলনে লিপিবদ্ধ করছেন। তাই হাদিস লিপিবদ্ধকারীকে সংকলক বলা হয়। কেননা যদি হাদিসের ক্ষেত্রে নিজের দিয়ে লিপিবদ্ধকারী লেখার নিসবত করেন। এ ক্ষেত্রে হাদিসগুলো তার নিজের পক্ষ থেকে লেখার দিকে ইঙ্গিত করে। রাসুল (সা.) থেকে বর্ণিত হাদিসের দিকে নিসবত করা হয় না।
তাই মুহাদ্দিসীনগণ হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। যেন রাসুল (সা.) থেকে বর্ণিত হাদিসগুলোর নিসবত নিজের দিকে না হয়।