ওহী বলা হয়, আল্লাহ তায়ালার কালামকে, যা নবী-রাসুলগণের উপর প্রেরিত করা হয়। ওহী কেবল নবী-রাসুলগণের উপর প্রেরণ করা হয়। কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলেন:
فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى
”এভাবে নিজ বান্দার প্রতি আল্লাহর যে ওহী নাযিল করার ছিল তা নাযিল করলেন।” – [আন-নাজ্ম: ১০]
রাসুল সা. এর উপর ওহী নাজিলের পদ্ধতি:
রাসুল সা. এর উপর ৬ পদ্ধতিতে ওহী নাজিল হতো।
- ঘণ্টার আওয়াজের মতো গুনগুন শব্দ করে। এ অবস্থায় রাসুল সা. এর চেহারা বিবর্ণ হয়ে যেত। এ প্রকারের ওহী নাজিল রাসুল সা. এর জন্য সবচেয়ে কঠিন ছিল।
- জিব্রিল আ. মানুষের আকৃতিতে এসে ওহী নাজিল করতেন। এ পদ্ধতিতে ওহী নাজিল হওয়া রাসুল সা. এর জন্য সহজ ছিল। জিব্রিল আ. হযরত দিহইয়া কাবলী রা. এর আকৃতিতে রাসুল সা. এর নিকট আগমন করতেন।
- জিব্রিল আ. নিজ আকৃতিতে এসে চলে আসতেন।
- স্বয়ং আল্লাহ কোন মাধ্যম ব্যতীত রাসুল সা. এর সাথে কথা বলতেন।
- আল্লাহ কর্তৃক রাসুল সা. এর অন্তরে ওহী ঢেলে দেওয়া হত।
- ঘুমন্ত অবস্থায় স্বপ্নে ওহী অবতীর্ন হত।