উম্মাহাতুল মুমিনীন বা রাসুল সা.-এর পবিত্র স্ত্রীগণ হলেন: ১১ জন। তাদের মধ্যে হযরত আয়েশা রা. রাসুল (সা.) এর সবচেয়ে প্রিয় ছিলেন।
রাসুল (সা.)-এর ১১ জন স্ত্রীর নাম:
১. খাদিজা (রা.)
২, সাওদা (রা.)
৩. আশেয়া (রা.)
৪. হাফসা (রা.)
৫. যয়নব বিনতে খুজাইমা (রা.)
৬. উম্মে সালামা (রা.)
৭. যয়নব বিনতে জাহাশ (রা.)
৮. জুওয়াইরিয়া (রা.)
৯. উম্মে হাবিবা (রা.)
১০. সফিয়্যা (রা.)
১১. মায়মুনা (রা.)
রাসুল সা.-এর স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম ইন্তেকাল করেন হযরত খাদিজা (রা.)। তিনি রাসুল সা.-এর সর্বপ্রথম স্ত্রী ছিলেন।