ব্যক্তি কাজে বা লেখিলেখি থেকে শুরু করে ছাপানোর কাজে বা অফিসের কাজে; সব ক্ষেত্রেই প্রয়োজন হয় মূলধারার প্যারাগ্রাফ বাংলা ফন্টের। কেননা, সাধারণত দৈনন্দিন কাজে মূলধারার প্যারাগ্রাফ ফন্টগুলোই ব্যবহার করা হয়। অবশ্য ডিজাইনের ক্ষেত্রে বিশেষ অংশের সৌন্দর্য বর্ধনে stylish bangla typography font ব্যবহৃত হয়।
বিভিন্ন টাইপোগ্রাফির আদলে তৈরি আধুনিক bangla font ক্রমাতগত বৃদ্ধি পেলেও পুরনো প্যারাগ্রাফ ফন্টের চাহিদা মোটেও কম নয়। কেননা লেখনীর স্পষ্টকরণে স্বচ্ছ বাংলা ফন্টের বিকল্প নেই।
অবশ্য প্যারাগ্রাফ বাংলা ফন্টগুলো বহু পুরনো; যা বিভিন্ন ফন্ট ফাউন্ড্রিগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে, মূলধারার সকল paragraph bangla font একত্র করা বা সংগ্রহে রাখা বেশ দুঃসাধ্য। তাই সকল বাংলা ফন্টগুলোকে একটি তালিকায় একত্রিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যেন ব্যবহারকারীরা সহজেই খুঁজে বের করতে পারে।
প্যারাগ্রাফ বাংলা ফন্টের তালিকা
ফন্টের নাম | ডাউনলোড লিংক |
---|---|
লাইনোটাইপ বাংলা | ডাউনলোড করুন |
কাল পুরুষ | ডাউনলোড করুন |
আদর্শলিপি | ডাউনলোড করুন |
রুপসী বাংলা | ডাউনলোড করুন |
বর্ণমালা | ডাউনলোড করুন |
তুলিকা বাংলা | ডাউনলোড করুন |
নোটো সেরিফ বেঙ্গলি | ডাউনলোড করুন |
সুলাইমান লিপি | ডাউনলোড করুন |
বাংলা | ডাউনলোড করুন |
একুশে মুক্তি | ডাউনলোড করুন |
একুশে বাংলা কলম | ডাউনলোড করুন |
একুশে লাল সালু | ডাউনলোড করুন |
বেনসেন | ডাউনলোড করুন |
নিকশ (বিএএন, গ্রামীন, লাইট, লাইট বিএএন) | ডাউনলোড করুন |
আকাশ | ডাউনলোড করুন |
সাগর | ডাউনলোড করুন |
আলিনুর আদর্শলিপি | ডাউনলোড করুন |
অপরাহ্ন | ডাউনলোড করুন |
তন্নী এমজে | ডাউনলোড করুন |
সুতনী এমজে রেগুলার | ডাউনলোড করুন |
সুতনী ওএমজে রেগুলার | ডাউনলোড করুন |
শরীফ মিতালী | ডাউনলোড করুন |
তালিকাটি সর্বশেষ ০১/০৫/২০২৩ ইং তারিখে সংশোধন করা হয়েছে। তালিকায় বাদ পড়া প্যারাগ্রাফ বাংলা ফন্টের নাম জানা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। পরবর্তীতে যুক্ত করা হবে।