২০২৩ সালে বাংলা ফন্টের অগ্রগতি বিগত বছরের তূলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এ সালটি পূর্বের তুলনায় আধুনিক, নিত্য নতুন ও সেরা bangla font কে ঘিরে। ফলস্রুতিতে, একদিকে bangla font এর মান দিন দিন উন্নত হচ্ছে। অপর দিকে বাংলা ফন্টের সুনাম বৃদ্ধি পাচ্ছে।

এ বছর সরকারীভাবে বাংলা ফন্ট তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটিকে আমরা সাধুবাদ জানাই। ইতিপূর্বে ২০২০ সালের সেরা ফন্ট নিয়ে আর্টিকেল লিখেছি। এ পর্বে ২০২১ সালের সেরা কিছু ফন্টের নাম উল্লেখ করছি। সে ফন্টগুলো জনপ্রিয় এবং বিপুল হারে ব্যবহৃত হচ্ছে।
►► আরো পড়ুন: ৭০০+ জনপ্রিয় বাংলা ফন্ট ডাউনলোড করুন ২০২৩
►► আরো পড়ুন:
►► আরো পড়ুন: দুষ্প্রাপ্য সকল বাংলা ফন্ট ২০২৩
এখানে ফন্টবিডি, লিপিকা৫২, বাংলা বর্ণ, বর্ণ৫২এ বং টাইপোবাজ থেকে প্রকাশিত সেরা ফন্টের তালিকা প্রকাশিত করা হয়েছে।
সেরা ৩৩ টি টাইপোগ্রাফি বাংলা ফন্ট
ফন্টবিডি
- লিমা বসন্ত
- শরীফ চয়ন
- সোহানুর নিথিলা
- সুহৃদ বর্ণবিলাস
- আয়ান পদ্ম
- শরীফ কারুকা
- শরীফ কারুকা ভিন্টেজ
- মামুন অর্ণব
- শরীফ পদ্মবতী
- শরীফ হাবিবা
- সবুজ দিগন্ত
- মামুন আরাবিক
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
- সুলতান শৈল্পিক
- আল আক্বসা
- মিজান নেত্রকোনা
- শ্রাবণধারা