নিত্যপ্রয়োজনীয় সে সকল মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হবে; যা জানা প্রতিটি মুমিন-মুসলমানের উপর আবশ্যক। সে সকল আধুনিক মাসআলা-মাসায়েল নিয়ে আজকে আলোচনা করা হবে। অসতর্কতাবশত এ সকল কাজগুলো আমাদের দ্বারা প্রতি নিয়ত সংঘটিত হচ্ছে। আল্লাহ তায়ালা আমাদেরকে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখার তাওফিক দান করুন। আমিন।
নিত্যপ্রয়োজনীয় জরুরি মাসয়ালা-মাসায়েল
১/ ফোন বা মোবাইলে কথা বলার সময় সালামের পূর্বে হ্যালো বলা সুন্নত পরিপন্থি। তিরমিজী
২/ রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে আজান, জিকির ও তেলাওয়াতের ব্যবহার নিষেধ। ফতওয়ায়ে আলমগীরী ৫:৩১৫
৩/ মসজিদে মোবাইল ফোন চার্জ দেওয়া উচিত নয় । অপরাগতাবশত চার্জ দিতে হলে সে পরিমাণ টাকা মসজিদে দিতে হবে। ফতওয়ায়ে আলমগীরী ১:১১
৪/ নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠলে সম্ভব হলে এক হাত দিয়ে বন্ধ করবে। অন্যথায় নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করবে ও নতুন করে নামাজ শুরু করবে।
৫/ মসজিদ, রাস্তা, ব্রিজ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে যাকাতের টাকা ব্যয় করলে যাকাত আদায় হবে না। জাদিদ ফিকহি মাসায়েল ১:১৫৫
৬/ কেরোসিন তেল শরীর বা কাপড়ে লেগে দুর্গন্ধ ছড়ালে এ অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ। এলাউস সুনান ৩:১
৭/ তারাবির নামাজে কোরআন খতম পূর্ণ হওয়ার জন্য একবার উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া জরুরি। শামী ১:১১
৮/ টাকার বিনিময়ে কাউকে ইতিকাফে বসানো জায়েজ নয়। শামী ৯:৭৬
৯/ পুকুর, ডোবা ও বিলের মাছ শিকার করার পূর্বে বিক্রয় করা জায়েজ নেই। আল বাহরুর রায়েক ৬:১১৯
১০/ পালক পুত্র ও উকিল বাপের সাথে দেখা করা নাজায়েজ। মাজহারী ৬:৪৯০
১১/ সৌন্দর্য বৃদ্ধির জন্য সাদা চুল, দাড়ি উঠিয়ে ফেলা মাকরূহে তাহরীমী।
১২/ নারীদের জন্য পুরুষের পোশাক ও পুরুষের জন্য নারীদের পোশাক পরিধান করা সম্পূর্ণ হারাম। মেশকাত
১৩/ সৌন্দর্য বৃদ্ধির জন্য অঙ্গ সার্জারি করা নাজায়েজ। বুখারী হাদিস নং: ২৮৭৮
১৪/ ভ্রূ চিকন করার জন্য পশম তোলা বা ছাটা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা জায়েজ নেই। মুসলিম শরীফ ২:২০৫
১৫/ হাত পায়ের আঙ্গুলে নেল পালিশ থাকা অবস্থায় অজু-গোসল আদায় হয় না। মেশকাত হাদিস নং: ৩৮০
১৬/ নাকের ড্রপ দেওয়ার দ্বারা রোজা ভেঙ্গে যায়। জাদিদ ফিকহি মাসায়েল ১:১২৭
১৭/ রোজা অবস্থায় ঔষধসহ অক্সিজেন গ্রহণ করলে রোজা ভেঙ্গে যাবে অন্যথায় রোজা ভাঙবে না। জাদিদ ফিকহি মাসায়েল ১:১২৮
১৮/ রোজা অবস্থায় ইনজেকশন পুশ করলে রোজা ভঙ্গ হয় না। শামী ৩:৩৭৬
১৯/ বিধর্মীদের ধর্মীয় উৎসবে যোগদান করা নাজায়েজ। শামী ৩:৩৭৩
২০/ হজ্জের কার্যাবলী সম্পাদনের জন্য নারীরা ঔষধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে হজ পালন করতে পারবে। আলমগিরী ১:৩৮, জাদিদ ফিকহি মাসায়েল ১:১৬৪
২১/ রেডিও-টিভিতে পূর্ব ধারণকৃত সালাম বা সেজদার আয়াত শুনলে সেজদা বা সালামের জবাব দেওয়া জরুরি নয়। জাদিদ ফিকহি মাসায়েল ৪:২৪৫
২২/ চক্ষু বা শরীরের অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি বা দান করা জায়েজ নেই। আলমগিরী ৫:২৪৫
২৩/ কফিনে, কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া ও সম্মান প্রদর্শনার্থে নীরবে দাঁড়িয়ে থাকা বিদআত। আহসানুল ফাতাওয়া ১:২৬৪
২৪/ শরিয়তের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী পালনের কোনো ভিত্তি নেই বরং তা শরিয়তের পরিপন্থি কাজ। এমদাদুল আহকাম ১:১৯০
২৫/ মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় ত্রিশা, চল্লিশা ইত্যাদি পালন করা বিদআত। ফতোয়ায়ে রহিমিয়া ২:৯২
২৬/ মেয়েদের জন্য কপালে টিপ ব্যবহার করা জায়েজ নেই। ফতোয়ায়ে রহিমিয়া আবু দাউদ ২:৫৫৯
২৭/ নারীদের জন্য মাথায় মানুষের চুল ব্যতীত অন্য কোন ওষুধ ব্যবহার করা জায়েজ আছে।
২৮/ পুরাতন নোটের বিনিময়ে নতুন নোট কম-বেশিতে আদান-প্রদান করা বৈধ নয়। আলমগিরী ৩:২১৭
২৯/ খতনা উপলক্ষ্যে ৭ম দিনে অনুষ্ঠান করা বিদআত। ইমদাদুল মুফতীন ২:২০১
৩০/ নেককার ব্যক্তির উসিলা ধরে আল্লাহর নিকট দোয়া করা জায়েজ। সূরা মায়েদা আয়াত: ৩৫
৩১/ সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব। আলমগিরী ৫:৩২৬
৩২/ একত্রে তিন তালাক প্রদান করলে তিন তালাকই পতিত হয়; এক তালাক নয়। হেদায়া ২য় খণ্ড
৩৩/ রাগান্বিত হয়ে তালাক দিলেও তালাক পতিত হয়। হেদায়া ২য় খণ্ড
৩৪/ ব্যাংকে জমাকৃত টাকা ঋণ মুক্ত অবস্থায় নিসাব পরিমাণ হলে বছরান্তে সে টাকার যাকাত ওয়াজিব হবে। ফতওয়ায়ে মাহমুদিয়া
৩৫/ পুরুষের জন্য চুলে দাড়িতে কালো কলপ ব্যবহার করা মাকরূহে তাহরীমী। মেশকাত ২:৩৮২
৩৬/ হালাল প্রাণীর কয়েকটি অঙ্গ খাওয়া হারাম। যেমন: রক্ত, পুংলিঙ্গ, স্ত্রী লিঙ্গ, অণ্ডকোশ, মূত্র থলি, চামড়ার নিচে টিউমার সদৃশ উত্থিত মাংস। আলমগীরি ৫:২৯০
৩৭/ জবেহের সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। তবে ভুলে ছেড়ে দিলে জায়েজ হবে। হেদায়া ৪র্থ খণ্ড
৩৮/ জুম্মার প্রথম আযানের পর নামাজের প্রস্তুতি মূলক কাজ ব্যতীত অন্য কোন কাজ করা নাজায়েজ।
৩৯/ ফরজ গোসল আদায়ের জন্য পূর্ণ শরীর ধোয়ার সাথে কুলি করা ও নাকে পানি দেওয়া জরুরি। হেদায়া ১ম খণ্ড
৪০/ টাকার বিনিময়ে জমি বন্ধক রেখে টাকা দাতার জন্য জমি ভোগ করা হারাম। তবে জমির ন্যায্য ভাড়া জমির মালিককে আদায় করে দিলে ভোগ করা জায়েজ হবে।
৪১/ পুরুষের জন্য নিচের প্যান্ট, পায়জামা, জোব্বা ইত্যাদি পরিধান করা হারাম। মেশকাত ২
৪২/ বিবাহের উদ্দেশ্যে গেট সাজানো, ঝাড়বাতি লাগানো ও আতশবাজি ফুটানো হারাম।
৪৩/ অফিস টাইমে ব্যক্তিগত কাজ করা এমনকি ব্যক্তিগত চিঠি পত্র লেখাও জায়েজ নয়। তবে অফিসে কোনো কাজ না থাকলে ভিন্ন কথা। ইমদাদুল ফতওয়া ৩য় খণ্ড
৪৪/ টিকেট কেটে বড়শি দিয়ে মাছ ধরার যে পদ্ধতি বর্তমানে দেখা যায় তা বৈধ নয়। জাদিদ ফিকহি মাসায়েল ১ খণ্ড
৪৫/ লটারির টিকেট ক্রয় বিক্রয় করা জায়েজ নয়। ফতওয়ায়ে মাহমুদিয়া ৪র্থ খণ্ড
৪৬/ ফল আসার পূর্বেই ও পরিপক্ব হওয়ার পূর্বেই বাগান বিক্রি করার যে প্রচলন আছে তা জায়েজ নয়। ফতওয়ায়ে মাহমুদিয়া ৪র্থ খণ্ড
৪৭/ মোবাইলের স্ক্রিনে বিসমিল্লাহ: আল্লাহু আকবার ও কোরআনের আয়াত ভাসমান থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবেনা। রুদ্দুল মুহতার ৬:৩৬১
৪৮/ দুগ্ধপোষ্য শিশু মুখ ভর্তি বমি নাপাক, এক দিরহাম পরিমাণ কাপড়ে লাগলে তা নিয়ে নামাজ হবে না। শামী ১:২৪৭
৪৯/ ঈদের নামাজ পড়ার পর কোলাকুলি করা আবশ্যক মনে করা বিদআত। জাওয়াহিরুল ফিকহ ১:৬০১
৫০/ ইনকাম ট্যাক্স দ্বারা যাকাত আদায়ের নিয়ত করলেও তা যাকাত আদায় হবে না।
নিত্যপ্রয়োজনীয় জরুরি মাসয়ালা-মাসায়েলগুলো উপরে আলোচনা করা হয়েছে। মাসয়ালাগুলো নিজের সংরক্ষণে রাখতে পারেন এবং বন্ধুবান্ধব ও নিকটাত্মীয়দের মাঝে শেয়ার করতে পারেন।