উসমান ইবনে আফফান (রাদিয়াল্লাহু আনহু)-এর খিলাফতকালে এক লোক আরেক লোকের একটি শিকারী কুকুর হত্যা করে। ফলে, কুকুর হত্যাকারী লোকটিকে জরিমানা করা হয় ৮০০ দিরহাম। আরেকবার এক লোক একটি কুকুর হত্যা করে। ফলে, তাকে ২০ টি উট জরিমানা করা হয়।
ফুটনোট: আমাদের দেশে কোনো হত্যার বিচার না হলে প্রায়ই আমরা বলি,
“এদেশে মানুষ হত্যার বিচার হয় না, কিন্তু ‘উন্নত দেশে’ (ইউরোপ-অ্যামেরিকায়) বিনা কারণে একটি পশু-পাখি হত্যা করলে বিচার হয়।”
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়তে গিয়ে মনে হলো খুলাফায়ে রাশেদার শাসনামল কতোটা উন্নত ছিলো! সেখানে বিনা কারণে কুকুর হত্যার জন্য জরিমানা হতো।